হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সারাদিন ব্যাপি উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিকিৎসা নিতে আসে বিভিন্ন বয়সের মানুষজন। এ সময় সেবা নিতে আসা মানুষেদেরকে প্রয়োজনীয় ওষুধ- সর্বজনীন সব সুবিধাই বিনামূল্যে দেওয়া হয় তাদের।
এলাকার প্রত্যেকটি বাড়িতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। এবারের ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস,নিউরোমেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্প পরিদর্শনকালে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন,
“ঈশ্বরগঞ্জের বহু মানুষ এখনো মৌলিক চাহিদা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। একজন জনসেবক হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হয়-এই লক্ষ্যেই এমন উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.