তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজের ঘটনায় ১৪ দিন পেরিয়ে গেলেও তাদের এখনো খোঁজ মেলেনি। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের পরিবার।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘন্টা লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলবার সিকদার সড়কের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে ওই সড়কের যানবাহন চলাচল। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,নৌবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়ে জেলের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেন।
নিখোঁজ জেলেদের স্বজনদের অভিযোগ, গত ১০ নভেম্বর ৫ দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে স্থানীয় ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে একটি ফিশিংবোট নিয়ে বঙ্গোপসাগরে মাছধরার উদ্দেশ্যে যাত্রা করেন। ১১তারিখ পর্যন্ত ট্রলারে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ ছিলো।
এর পর থেকেই জেলেরা নিখোঁজ হন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও নিখোঁজ জেলেদের সন্ধানে কোনো তৎপরতা দেখা যায়নি। এতে চরম উদ্ভেগ ও উৎকন্ঠায় রয়েছে এসব দরিদ্র জেলেদের পরিবারগুলো। ফলে বাধ্য হয়ে নিখোঁজ জেলেদের পরিবার তাদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চালানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহ আজিজ জেলে পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে বঙ্গোপসাগরে কার্যক্রম শুরু করেছে কোস্ট গার্ড। একই সাথে প্রশাসনকে জেলেদের পরিবারের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি নিখোঁজ জেলেদের পরিবারকে সর্বোচ্চ সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.