ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন, র্যালী, আলোচনা সভা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
প্রধান অতিথি মো. নূরে আলম সিদ্দিক খামারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা নিজ উদ্যোগে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই অভিনন্দন পাওয়ার যোগ্য। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। আমাদের সরকার এই খাতকে আধুনিক, টেকসই ও লাভজনক করতে বদ্ধপরিকর। উন্নত জাতের পশুপালন, মানসম্মত দুগ্ধ উৎপাদন এবং মাংস প্রক্রিয়াজাতকরণে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সরকারি সহযোগিতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই প্রদর্শনী শুধু প্রতিযোগিতা নয়, এটি জ্ঞান বিনিময়ের একটি মঞ্চ। এখানে আপনারা একে অপরের কাছ থেকে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আমি আশা করি, আত্রাইয়ের প্রতিটি খামারি প্রাণিসম্পদকে একটি টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন এবং স্বাবলম্বী হবেন। মনে রাখবেন, আপনাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সফল খামারিদের তাদের পালন করা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখি এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর জন্য পুরস্কৃত করা হয়। সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এবং আরও বেশি সংখ্যক খামারীকে যুক্ত করে এ ধরনের আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

