কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় চলতি মৌসূমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডা. সুজয় সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ওসিএলএসডি দীলিপ কুমার বর্ম্মন প্রমূখ।
এবারে উপজেলার নিবন্ধিত কৃষকদের লটারীর মাধ্যমে প্রত্যেক কৃষকের ৩ মেট্রিকটন করে ৩৪ টাকা কেজি হিসেবে ১১৪ মেট্রিকটন ধান সংগ্রহ এবং ৩২ জন মিলারের মাধ্যমে ৭৮৩ মেট্রিকটন চাল ৫০ টাকা কেজি দরে ক্রয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

