বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) এ উপলক্ষ্যে র্যলী, আলোচনা সভা ও প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
বুধবার সকালে এ উপলক্ষ্যে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: ছানোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, হাস, মুরগী, গরু, ছাগলসহ অন্যান্য গবাদি পশুর খামার করে তরুণরা স্বাবলম্বী হতে পারে। এতে করে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও আমিষের চাহিদা পুরণ করা সম্ভব। খামারের সংখ্যা বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণীজ আমিষ রপ্তানি করা যাবে। পরে অতিথিরা প্রাণীসম্পদ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে দেশী-বিদেশী বিভিন্ন জাতের প্রাণী, প্রাণীজ খাদ্য ও পশুখাদ্যের মোট ২৬টি স্টল স্থান পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.