Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
নভেম্বর ২৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি” আমিষে শক্তি, আমিষেই মুক্তি,, এ প্রতিপাদ্যে কে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬.১১.২৫) সকাল ১১টায়  কোদালিয়া নতুন উপজেলা মাঠে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সাপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুর রহমান।

প্রাণিসম্প্রসারণ অফিসার কৃষিবিদ ডা. জান্নাতী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মৎস কর্মকর্তা মোঃ তানভির হাসান, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিয়াজ হোসেন, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা জাইকার অফিসার কালি কৃষ্ণ, মহিলা বিষয়ক অফিসের তথ্য আপা তামান্না প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহ্ আলম। মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৩০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়।
প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুর রহমান বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।