চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনেই অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। ভেটেরিনারি সার্জন অনুপ কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা সভাপতি মাওলানা গাজী মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম কাজি, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা কমলেশ বিশ্বাস এবং সুফলভোগী অশোক বিশ্বাস।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, খামারি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারিদের অংশগ্রহণে বিভিন্ন পোল্ট্রি, গবাদিপশু, দুগ্ধজাত পণ্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

