দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। সেখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ এবং দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম. এ রাজ্জাক। অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজন, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, মুরগি, দেশি-বিদেশি পাখি এবং বিভিন্ন খামারজাত প্রাণী প্রদর্শন করেন স্থানীয় খামারিরা।

