রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
উত্তর খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজে বুধবার থেকে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর আবহে সাজানো ছিল, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বার্না। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধির পাশাপাশি অনুষ্ঠানকে শুভ সূচনার বার্তা দেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকার প্রধানগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা। তারা সরাসরি অংশগ্রহণ করে প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করেন। কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জি.এম শাহীনুর রহমান ও রবিউল ইসলাম রাজু।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মানসিক দৃঢ়তা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয় দিনে আরও বৈচিত্র্যময় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভার আরও ঝলক দেখাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.