Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিলেন বিএনপি নেতা সালমান ওমর রুবেল

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রায় তিন হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল। বুধবার সকালে ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৃহৎ ফ্রি চক্ষু ক্যাম্প।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া–হালুয়াঘাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত আলেম হাফেজ জামাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুস শহীদ আকন্দ, শাখাওয়াত হোসেন খান, যুবদল নেতা শহিদুল ইসলাম ফকির, আঃ হালিম মোল্লা, আল আমিন ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

চক্ষু ক্যাম্পে মোট ১,৭৪২ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ৪০০ জনকে চশমা প্রদান এবং ৬৫৬ জন ছানি রোগীকে শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করেছে ওমর ফাউন্ডেশন।

এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, “২০১২ সাল থেকে প্রতিবছর এই চক্ষু ক্যাম্পের আয়োজন করছি। দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এ পর্যন্ত লক্ষাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।