সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শহরের অদূরে সোনার বাংলা চাইনিজ হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ ইসমাইল হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের কো অডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস,
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য -সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু,অর্থ সম্পাদক মুহা: জিল্লুর রহমান, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সদস্য গোলাম সরোয়ার, রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন ঘূর্ণিঝড় ও বন্যা হচ্ছে। সম্প্রতি ভূমিকম্পের মাত্রাও বেড়েছে।
নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাসে মানুষ সম্পদ হারাচ্ছেন। গৃহহারা হয়ে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
এলাকায় পানির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। সুপেয় খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থার সংকট রয়েছে সাতক্ষীরা -খুলনার উপকুলীয় শ্যামনগর, আশাশুনি, কয়রা ও দাকোপ অঞ্চলে।
১৯৮৮ সালের ঘুর্ণিঝড় পরবর্তী বছরগুলোতে প্রায়শই একের পর এক দূর্যোগে এলাকার মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আইলা,সিডর, ফণি, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের দাপটে উপকুলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী এসব হাজার হাজার মানুষেরা জীবন জীবিকার জন্য দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন।
খুলনা ,ঢাকাসহ বিভিন্ন বস্তিতে তারা মানবেতর জীবন-যাপন করছেন। অনেকে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন। আবার কেউ কেউ কাজের সন্ধানে বিদেশেও চলে গেছেন।
বক্তারা বলেন, সরকারিভাবে এসমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পূর্নবাসন করতে হবে। জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরিতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকুলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় খাবার পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির সবধরনের পদক্ষেপ নিতে হবে সরকারকে।
একই সাথে সাংবাদিকসহ সকল পর্যায়ের মানুষদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে।
কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে এই কর্মশালায় সঞ্চালনায় ছিলেন মিহির ও কারিতাস আশাশুনি উপজেলার মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.