শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীজ মনিষা আহমেদ। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. রুকাইয়া আক্তার লিমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, খামারী আনোয়ার হোসেন, সুলতান তালুকদার। আলোচনা সভার শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় বিভিন্ন কেটাগরিতে মোট ৩০টি স্টল স্থাপন করা হয়, যেখানে স্থানীয় খামারিরা তাদের গৃহপালিত প্রাণী ও প্রজাতিগত তথ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে খামারি, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.