ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা ধান কাটতে গেলে রামচন্দ্রপুর বিলের মাঠে মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা জানান, সম্ভবত অজ্ঞাত যুবককে মঙ্গলবার রাতে গলা কেটে হত্যা করা হয় এবং পরে মরদেহটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। মরদেহটি ছিল বিবস্ত্র এবং মুখ পোড়ানো অবস্থায়। পরে কৃষকরা পুলিশে খবর দেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় কৃষক রাজা হোসেন বলেন, “সকালে আমার জমিতে সার ও বীজ দিতে গিয়েছিলাম। পাশের জমিতে কিছু দেখতে পেয়ে কাছে গেলে বুঝতে পারলাম এটি মানুষের মরদেহ যার মুখ পোড়ানো ও গলা কাটা।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বলেন, “মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অপরাধী শনাক্ত ও ঘটনার সত্যতা যাচাই করছে।”

