আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের জোনাল অফিসে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বাছাইকৃত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এর মূল লক্ষ্য ছিল পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক কর্মপদ্ধতির চর্চা এবং সেবার মানোন্নয়ন।
প্রশিক্ষণের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেন্ট্রাল ট্রেইনার জনাব জামিল উদ্দিন। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে দক্ষতা বৃদ্ধি ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আধুনিক কর্মপদ্ধতি শিখে সেবা উন্নয়নই আমাদের প্রধান দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় প্রধান মোঃ সাজিদ মাতুব্বর ও মিস কামরুন নাহার জুথি। মোঃ সাজিদ মাতুব্বর বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা–কর্মচারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করবে, যা প্রতিষ্ঠান পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।” মিস কামরুন নাহার জুথি বলেন, “মানসম্মত সেবা দিতে কর্মীদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড, আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “আমরা সবসময় মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিই। আজকের এই প্রশিক্ষণ সবাইকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে তুলবে বলে আশা করি।”
আলফাডাঙ্গা জোনাল অফিসের অফিস হলরুমে আয়োজিত এ দিনব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তা–কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

