পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পাবলিক মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর জন্য ৭ প্রজাতির প্রাণি—গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, রাজহাঁস, শৌখিন পাখি এবং বিভিন্ন প্রাণিজাত পণ্য প্রদর্শনের জন্য ৩৫টি স্টল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহারাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, মৎস্য অফিসার মোছা. রুজিনা পারভীন, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, সমবায় অফিসার মো. সামছুল হক, যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাসেদুর রহমান, আনসার ও ভিডিবি অফিসার মোছা. বুলবুলি খাতুন প্রমুখ।
যদিও প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির প্রাণি এবং স্টলগুলো আয়োজন করা হয়েছিল, তবে অনুষ্ঠান শুরু হওয়ার দুই ঘন্টা পরেও দর্শনার্থীর উপস্থিতি খুবই কম ছিল। এক দর্শনার্থী জানান, “প্রচারণার অভাবের কারণে এ ধরনের উদ্যোক্তা তৈরীর প্রোগ্রামগুলো তেমন কার্যকর হয় না এবং জনস্বার্থে তেমন কোনো উপকার আসে না।”

