নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের তথ্যমতে, সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: চরআলগী গ্রামের জাকের হোসেন সোহাগ (৩২), মোশারফ হোসেন (২৮), রামবল্লবপুর গ্রামের মো. মিরাজ ওরফে মেহেরাজ হোসেন (২০) এবং দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. নূর উদ্দিন ওরফে সাগর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেলসহ অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএনপি নেতার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার ভাইরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্র পরিচালনা করত।
ওসি শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.