পলাশ (নরসিংদী) প্রতিনিধি
পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবক্কর সিদ্দিকী। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, "সুস্থ জীবনধারার জন্য আমিষ অপরিহার্য। দেশের প্রাণিজ খাদ্যের চাহিদা মেটানো ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে অপরিহার্য।"
তিনি আরও বলেন, "উন্নত জাতের পশুপালন, টিকা ও সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তি ব্যবহার খামারখাতে বিপ্লব আনবে। এই ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।"
প্রদর্শনীতে অংশ নেন স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। প্রদর্শনীর স্টলে ছিল—উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁসসহ দেশীয় পাখি, দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তি, টিকা, ঔষধ, পশু খাদ্য ও সংরক্ষণ পদ্ধতি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সকালেই বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি, যাতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক, খামারি ও সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.