দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাসিম আহম্মেদ সুমন (৩৮)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকায় সংঘটিত দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
নিহত ডা. সুমন রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন এবং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই চিকিৎসকের তিন মাস বয়সী এক সন্তান রয়েছে।
ডা. সুমনের অকাল মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, সহপাঠী ও চিকিৎসক সমাজ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি দুর্গাপুরের শ্যামপুরে নেওয়া হয়। সেখানে বুধবার দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

