Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী বুধবার (২৬ নভেম্বর) দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার খামারি মোট ৩০টি স্টলে অংশগ্রহণ করে। তারা গৃহপালিত পশু-পাখি, গাড়লসহ নানা জাতের প্রদর্শনযোগ্য প্রাণী নিয়ে আসে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে সেরা তিনটি স্টলকে ১ম, ২য় ও ৩য় স্থান প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ ও কাটলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে কাটলা ইউনিয়নের খামারি ফুয়াদের ২৩ নম্বর স্টলে বিদেশি বিভিন্ন রঙ ও প্রজাতির পাখির বর্ণিল সমাহার দর্শকদের নজর কেড়ে নেয়।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই প্রদর্শনী স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।