শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর (রসায়ন) মোঃ সালাহউদ্দিন শেখের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টা প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে জড়ো হয়ে তারা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করে।
কলেজ সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়েছে।
এ খবর জানার পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “ সালাউদ্দিন স্যার অনেক ভালো। তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, অভিভাবকের মতো সর্বদা আমাদের খেয়াল রাখেন।”
শিক্ষার্থীরা আরো জানান, স্যার একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও নিয়মিত ক্লাস নেওয়া আদর্শ শিক্ষক। তার হঠাৎ বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
সকালে সরেজমিন দেখা যায়, প্রতিষ্ঠানের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এতে অসম্মতি জানান এবং মূল ফটকের গেইট তালাবদ্ধ রাখেন।
এ বিষয়ে অধ্যক্ষ মোছাঃ সুলতানা মেহেরুনা জামান মুঠোফোনে জানান,বদলির বিষয়ে আমাদের কোন হাত নেই। এটা উপর থেকে হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তবে আমি তাদেরকে বুঝিয়ে ক্লাসে পাঠিয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে বিক্ষোভ থামিয়েছি। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষকের বদলির আদেশ বাতিলের বিষয়েও উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলবো।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি অভিযোগ- অসন্তোষ দুর করে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.