হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের হালুয়াঘাটে বুধবার (২৬ নভেম্বর) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ডাঃ ইমাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে হালুয়াঘাট থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল আহসান, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আক্কাস আলী, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, পৌর বিএনপির সদস্য নুরুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতা এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.