পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-৪৯৪) কার্যালয় জামায়াতপন্থীদের দখল কর্মকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ীর অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহ-সভাপতি আজাহার আলী, সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী, দপ্তর সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল, কার্যকরী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে মোশফেকুর রহমান রিপন বলেন, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে সাধারণ সম্পাদক পলাতক এবং সভাপতি দায়িত্ব পালনে অপারগ থাকায় সংগঠনের সাধারণ সভায় (১৯ সেপ্টেম্বর ২০২৪) সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এরপর থেকে তারা নিয়মিতভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় জামায়াতে ইসলামী–শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন মিয়ার নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় পেশীশক্তি ব্যবহার করে গত ১ জুন ২০২৫ পলাশবাড়ীতে অবৈধভাবে একটি তলবী সভা আহ্বান করা হয়, যা শ্রম দপ্তর রাজশাহী অবৈধ ঘোষণা করে। এর পরেও গত ১৬ নভেম্বর ২০২৫ আবু তাহের ড্রাইভার পুনরায় তলবী সভার অনুমতির জন্য আবেদন করেন। তদন্ত শেষে শ্রম দপ্তর রাজশাহী ২৪ নভেম্বর আবেদনটি বাতিল করে এবং সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
তিনি আরও জানান, বারবার অবৈধ তৎপরতা ব্যর্থ হওয়ায় খাইরুল ইসলাম চাঁন ও আবু তাহেরের নেতৃত্বে একটি চক্র পেশীশক্তি ব্যবহার করে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এবং সর্বশেষ ইউনিয়ন কার্যালয় দখল করে নিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে তিনি শ্রম দপ্তর রাজশাহী, গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবৈধভাবে অফিস দখল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.