খুলনা প্রতিনিধি
খুলনা–৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে সামনে রেখে তেরখাদার মধুপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের নির্বাচনী সমাবেশ। বুধবার এ আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। সভাপতিত্ব করেন মহিলা দলের নেত্রী আংগুরা বেগম।
বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, আজিজুল বারী হেলাল রূপসা–তেরখাদার মানুষের আস্থার প্রতীক। ২০০২ সাল থেকে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করেছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ অঞ্চলের উন্নয়ন দীর্ঘদিন অবহেলিত। হেলাল নির্বাচিত হলে কৃষি ও মৎস্যনির্ভর মানুষের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ব্রিজ, হিমাগার, আধুনিক হাসপাতালসহ বহু প্রত্যাশিত অবকাঠামো নির্মাণ হবে।
সন্ধ্যায় তরুণ দলের আহ্বায়ক আজিজুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি নির্বাচনী প্রস্তুতি সভা। সেখানে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম। তরুণ নেতাদের উপস্থিতিতে সভাস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
দু’টি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, মোল্লা জাহিদ, নয়ন মোড়ল, মো. মাসুদ হোসেন, মো. রয়েল, ওদুদ, সাইফুল মোড়ল, হাসান মুন্সি, মাফিক সরদার, সাব্বির সরদার, নুর ইসলাম মোল্লা, আফছার ফকির, সিরাজুল ইসলাম ফরিদ, নাসির মোল্লা, এনামুল কবির, গোলাম নবী, আরাফাত শেখ, নাসিম ও ফোরকানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, খুলনা–৪ আসনে আজিজুল বারী হেলালকে বিজয়ী করা এখন এলাকার মানুষের প্রত্যাশা।
উন্নয়ন ও পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে ধানের শীষের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.