স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (২৬ নভেম্বর)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় লটারির মাধ্যমে নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য,নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম কে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। তিনি চলতি বছরের (৩সেপ্টেম্বর) নড়াইলে যোগদান করে ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

