রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে স্থবির হয়ে থাকা প্রায় থেকে ২৫টি উন্নয়ন প্রকল্প পুনরায় উদ্ধার ও পুনঃসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চলমান কাজ তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ জনগণ। তারা বিভিন্ন প্রকল্পস্থলে গিয়ে সড়ক সংস্কার, কালভার্ট নির্মাণ, শিক্ষা ও জনসাধারণের সুবিধাভিত্তিক কাজে অগ্রগতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।
ইউএনও প্রকল্প বাস্তবায়নে মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি মাঠপর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, কাজের গতি ও সামগ্রী ব্যবহারের মান যাচাই করেন এবং অসম্পূর্ণ প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্প উদ্ধার হওয়ায় তারা স্বস্তি ও আশাবাদী। তাদের প্রত্যাশা—দীর্ঘদিনের উন্নয়ন বিপর্যয় কাটিয়ে ঢেমশা ইউনিয়নে নজরকাড়া পরিবর্তন আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.