মো:শাফায়েত হোসেন,বান্দরবান
বান্দরবানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা শহরের মুক্তমঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন বলেন,সাবেক প্রধানমন্ত্রীর দ্রæত সুস্থতা আমাদের সকলের জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়,দেশের গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই।এসময় বিএনপির নেতা সেলিম রেজা,মো:সাহদাত উল্লাহ,চুনমং মারমাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে পৃর্থক এক অনুষ্টানে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেল হিলভিউ সেন্টারে জেলা বিএনপির আহবায়ক ও বান্দরবান সংসদীয় আসনের প্রার্থী সাচিং প্রæ জেরী’র উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
দীর্ঘ ১৭বছর স্বৈরাচার আওয়ামী সরকার কর্তৃক মামলা,হামলা,জেল ও নির্যাতনের শিকার ৭৫০নেতাকর্মীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ জেলার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্টানের নির্যাতিত নেতাকর্মীরা বলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বিগত ১৭বছরের নির্যাতিত প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি মামলার খরচ বহণ করেছেন। তাই রাজপুত্র সাচিং প্রু জেরীকে ৩০০নং আসন বান্দরবানে বিএনপি ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় আমরা আনন্দিত এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়, কৃতৃজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.