দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান এবং যুবদল নেতা জসিম উদ্দিন প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা অংশ নেন। মেলা প্রাঙ্গণে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিম এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির স্টল স্থাপন করা হয়। প্রদর্শনী চলাকালীন স্থানীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রজনন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদে পিছিয়ে থাকা খামারিদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, খামারি ও শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.