মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্কসহ নানা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা এবং মুক্ত চিন্তার বিকাশে এরকম উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমেই তাদের নেতৃত্বগুণ আরও পরিপূর্ণতা পায়।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা দিপঙ্কর বালা, গৌতম চন্দ্র রায়, সমীরোন বিশ্বাস, মার্জান খানম, সঞ্জয় সাহা, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস ও মো. ইকরামুল হক।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
তারুণ্যের উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.