বগুড়া প্রতিনিধি
প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, নিরাপদ বসবাস ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আবাসিক ভবন নির্মাণে এগিয়ে আসছে টিএমএসএস-এর অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল গ্রুপের ভেঞ্চার—বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট। বৃহস্পতিবার বগুড়া শহরের সেউজগাড়ী কারমাইকেল রোডে (কৃষি ফার্ম সংলগ্ন) ৯ তলা বিশিষ্ট আবাসিক ভবন “রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএল”-এর গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বহু বছর ধরে বগুড়ার বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক ও মানসম্মত আবাসিক-কমার্শিয়াল ভবন নির্মাণ করে আসছে বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট। ইতোমধ্যে ৭টি বহুতল ভবনের ১৬২টি আবাসিক ফ্ল্যাট সফলভাবে হস্তান্তর করা হয়েছে এবং আরও ২৩০টি ফ্ল্যাটের নির্মাণকাজ চলমান। পাশাপাশি উত্তরবঙ্গের একমাত্র পাঁচ তারকা হোটেল মম ইন-এর পাশে একটি কন্ডোমিনিয়াম প্রকল্পের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস-এর প্রধান প্রকৌশলী, পরিচালক ও বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ভবনটি আধুনিক স্থাপত্য নকশায় এবং বিএনবিসি-২০২০ নির্দেশনা অনুযায়ী আর্থকুয়েক রেজিলিয়েন্ট হিসেবে নির্মাণ করা হবে। প্রকল্পে ১৩৫০ থেকে ১৭০০ বর্গফুট আয়তনের ৫১টি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট থাকবে।
তিনি আরও জানান, ভবনে থাকছে বেজমেন্টসহ প্রশস্ত গাড়ি পার্কিং, সার্বক্ষণিক বিদ্যুৎ, জেনারেটর, লিফট, নিরাপত্তা ব্যবস্থা, রুফটপে কমিউনিটি হল, বাগান, বসার স্থান ও কিডস জোনসহ আধুনিক সব সুবিধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের জমির মালিক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জমির অন্যান্য মালিকগণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাননীয় প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক সাবেক বিশেষ সহকারী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক (কোম্পানি) ও বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ সারওয়ার মোহাম্মদ, ইনডিপেনডেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আগত বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের পূর্বে নির্মিত ভবনের গ্রাহকেরা প্রতিষ্ঠানটির গুণগতমান, নকশা ও সেবার উচ্চ প্রশংসা করেন।
শেষে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রহমান পীর সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.