Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের জানাযায় প্যারোলে মুক্ত সাবেক মেয়র নজরুল সওদাগর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহসভাপতি ছানু সওদাগরের জানাযায় তিনি অংশ নেন।

জানাযার আগে আবেগঘন কণ্ঠে বড় ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুপুর ৩টায় তাঁকে জামালপুর জেলা কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে বকশীগঞ্জে আনা হলে পৌর শহরের নিজ বাড়ির সামনে কয়েক শত মানুষ ভিড় জমায়। দীর্ঘদিন পর তাকে দেখে এলাকাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাযায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা এবং সাধারণ সম্পাদক শাকিল তালুকদার।

এ ছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশ নেন। সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে দোয়া প্রার্থনা করেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় চলতি বছরের ১২ আগস্ট রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।