দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ঠিকানা-বিহীন ও মানসিক ভারসাম্যহীন এক নারীর কন্যা সন্তান, ফাতেমা জান্নাত তুবা, জন্মের মাত্র ১৮ দিন পর পেলেন নিরাপদ আশ্রয় ও স্থায়ী স্নেহের পরিবার।
নবজাতকটি ১০ নভেম্বর ২০২৫ তারিখে স্টেশনে জন্মের পর বিরামপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উপজেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে রাখা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫:৩০ টায় শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
শিশুটিকে গ্রহণ করেন মোঃ ইকবাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ ছাবিনা আক্তার লিজা। দম্পতির দুই পুত্র সন্তান থাকলেও দীর্ঘদিন একটি কন্যা সন্তানের জন্য ইচ্ছা ছিল। তারা শিশুটিকে নিজের সন্তান হিসেবে গৃহীত করার পাশাপাশি তার জন্য ২২ শতক জমি লিখে দিয়েছেন এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য ডিপোজিট অ্যাকাউন্ট খোলার অঙ্গীকারও করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আউয়াল জানান, “শিশুটিকে গ্রহণের জন্য মোট পাঁচটি আবেদন এসেছে। যাচাই-বাছাই শেষে এই পরিবারকে উপযুক্ত মনে করে শিশুটিকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.