জামালপুর প্রতিনিধি
জামালপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) যৌথভাবে মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার শহরের চালাপাড়া এলাকায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অডিটোরিয়ামে সনাক জামালপুরের আয়োজনের এই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সনাক সভাপতি শামিমা খান, সহ সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম সহ মোট ১৮ জন।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টাফ সংকট, শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের অভাব, নারী-পুরুষের আলাদা টয়লেটের প্রয়োজন, অপর্যাপ্ত সেবা ও পরিচ্ছন্নতার ঘাটতির বিষয়ে বিস্তারিত মতামত প্রদান করা হয়।
আলোচনার শেষে সনাক সভাপতি শামিমা খান সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সদস্যরা একক ও দলীয় সংগীত ও নাচের মাধ্যমে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.