নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি জন্ম নিলেও জন্মের মাত্র এক ঘণ্টার মধ্যেই মারা যায়।
জন্ম নেওয়া শিশুটি ছিলেন চকপ্রসাদ এলাকার মো. রকির স্ত্রী আরিফার সন্তান। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি জন্মের পর অত্যন্ত জটিল শারীরিক অবস্থায় ছিল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শিশুর দেহে বিরল জন্মগত বিকৃতির কারণে বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি।
পরিবার জানিয়েছে, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করানো হলেও এমন অস্বাভাবিক গঠন ধরা পড়েনি। পরিবার জানিয়েছে, হঠাৎ এ ধরনের ঘটনার কারণে তারা শোকাহত।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজনজনিত জটিলতার কারণে ঘটে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এই ধরনের ঘটনা হতে পারে।
মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। স্থানীয়রা কৌতূহল প্রকাশ করলেও চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন, এমন ঘটনায় কুসংস্কারের পরিবর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে মনোযোগ দেওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.