কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রাঙ্গণে কোম্পানিটির চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের পিতা মরহুম আবুল বসার-বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষভাবে চীনের একদল ব্যবসায়ীও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা মরহুমের স্মরণে তাঁর কন্যা-দামাদের উদ্যোগ ও সাহসের প্রশংসা করেন। তারা বলেন, নিভৃত গ্রামাঞ্চলে বিশাল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন বলেন, “আমার সৌভাগ্য হয়েছে আমার শ্বশুর মরহুম বসন মিয়া ও শাশুড়ি লাইলি বেগমের সঙ্গে থাকতে পারা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য ৫ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। ইতোমধ্যে চীনের বিনিয়োগকারী ও প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন, পাশাপাশি ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।”
মনিরা খাতুন আরও বলেন, “গ্রামবাসীর সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সম্ভব হতো না। তাদের দোয়া ও ভালোবাসা থাকলে খুব অল্প সময়ের মধ্যে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে। এম,এস মেটাল ইন্ডাস্ট্রি একদিন গ্রামটিকে আধুনিক ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরিত করবে।”
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন, প্রতিষ্ঠান শতভাগ পরিবেশবান্ধব এবং এশিয়ার সেরা কারখানা হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। তিনি কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের মানবিক আচরণেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে মরহুম আবুল বসার-বসন মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.