বেনাপোল (যশোর)প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি মিকাইল হোসেন মনার এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মল্যা, প্রচার সম্পাদক আলী আহম্মাদ, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পাঠ করা হয় এবং তার দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে প্রার্থনা করা হয়।

