ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) একই স্থানে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী পৃথক জনসভা ঘোষণা করায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিকাল আড়াইটায় পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন স্টীল পট্টি এলাকায় জনসভা ডেকেছে ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে একই স্থানে বিকাল তিনটায় জনসভা ডেকেছে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলামপন্থী গ্রুপ।
গত ৭ নভেম্বর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের স্মৃতি এখনও তাজা। ঝুনু গ্রুপের অভিযোগ, নাসিরুল ইসলামপন্থী গ্রুপ তাদের কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও দলীয় প্রতীক আগুনে জ্বালিয়ে দেয়। ওই সংঘর্ষে বহু নেতাকর্মী আহত হন, গুরুতর আহতদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন, “এবার পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। এটা আর রাজনৈতিক কর্মসূচি নয়—প্রকাশ্যে শক্তি প্রদর্শন।” ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা আগের সহিংসতার স্মৃতি মনে করে আতঙ্কিত।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, বিষয়টি শুনেছি এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
বর্তমানে বোয়ালমারীজুড়ে একটাই প্রশ্ন—আগামীকাল শান্তি নাকি নতুন সংঘর্ষ? দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে অনীহা প্রকাশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পদক্ষেপের ওপর মানুষের নজর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.