Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে যা খোঁজেন

লাইফস্টাইল ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ের আগে সবার মনেই নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে বিয়ের পরের জীবন কেমন হতে পারে তা নিয়ে অনেকের মনেই থাকে নানা প্রশ্ন। আর এসব প্রশ্নের জবাবও খোঁজা শুরু হয়ে যায় বিয়ের আগে।

বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সংশয় কাজ করে মেয়েদের মধ্যে। এর সবচেয়ে বড় কারণ, বিয়ের পরে বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদেরকে নতুন বাড়িতে যেতে হয়। তাই বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানা বিষয়ে জবাব খুঁজতে থাকেন। তারা সবেচেয়ে বেশি কোন কোন বিষয়ে সন্ধান চালান? কী বলছে সাম্প্রতিক সমীক্ষা?

 

প্রথমত, বিয়ের আগে মেয়েরা নজর দেন নিজেদের সাজপোশাকের বিষয়ে। সেই কারণে বিভিন্ন রূপচর্চার পরামর্শ দেওয়ার ওয়েবসাইটগুলোতে তারা ঘোরাফেরা করেন। তাছাড়া অনলাইন কেনাকাটার মাধ্যমগুলোতেও অনেকের আনাগোনা বাড়ে।

দ্বিতীয়ত, অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায়, তারা বিয়ের আগে নতুন রেসিপি শেখার চেষ্টা করেন। নতুন জায়গায় গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে হতে পারে বলে তারা সে বিষয় নিয়ে আগে থেকেই জানার চেষ্টা শুরু করে দেন।

তৃতীয়ত, মধুচন্দ্রিমায় কোথায় বেড়াতে যাবেন, সে বিষয়ে ভাবতে শুরু করেন কিছু মেয়েরা। শুধু তাই নয়, এজন্য জায়গাগুলোর সন্ধানও চালান। তাই দেখা গেছে, বিয়ের আগে বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটে তাদের যাওয়া-আসা বাড়ে।

 

চতুর্থত, অনেক বাড়িতেই দেখা যায়, বিয়ের এক বছর পর পর্যন্ত মেয়েরা চুল কাটতে পারেন না। তাই বিয়ের আগে অনেক মেয়েই চুল কাটিয়ে নেন। সে বিষয়ে খোঁজ নেওয়ার প্রবণতাও বাড়ে। তাছাড়া বাড়িতে লম্বা চুলের যত্নের বিষয়ে খোঁজখবর নেওয়ার প্রবণতাও দেখা যায়।

 

পঞ্চমত, এই সময়ে সুস্থ যৌনসম্পর্কের বিষয়েও অনেক মেয়ে ইন্টারনেটে খোঁজ নেন। বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ের খোঁজ নেন তারা। তাছাড়া গর্ভ নিরোধকের ব্যবহার জানা, গর্ভ নিরোধক সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ারও চেষ্টা করেন অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।