টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ‘স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ স্থাপন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের GWA-এর ম্যানেজিং ডিরেক্টর Mr. Yuto Taneda, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমদ, গওহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ওসামা আমিন এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মালেকা পারভীন।
মেডিকেয়ার জাপানের চেয়ারম্যান ড. শেখ আলীমুজ্জামানের সভাপতিত্বে বক্তারা বলেন, টুঙ্গিপাড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হলে এখানকার তরুণ-তরুণীরা জাপানসহ বিভিন্ন দেশে উচ্চমানের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণের নতুন সুযোগ পাবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.