Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পারভেজ মল্লিকের উদ‍্যোগে দোয়া ও আলোচনা সভা

খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তেরখাদায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

শুক্রবার (২৮ নভেম্বর) পারভেজ মল্লিকের বারাসাতস্থ বাসভবনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কাটেঙ্গা বাজার কেন্দ্রীয় জামের মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারভেজ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, বিএনপি নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, গোলজার আলম,জিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকাবাসী।

পারভেজ মল্লিক বলেন, “আমরা দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখুন এবং বিএনপির সকল নেতা-কর্মীকে একতা ও দৃঢ়তার সঙ্গে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দিন।”

অনুষ্ঠানটি তেরখাদার রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে, যেখানে নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা একযোগে দেশ ও দলের সমৃদ্ধি ও প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।