যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়েছিলেন ওপার বাংলার নায়িকা তনুশ্রী চক্রবর্তী। কিন্তু এই সফরই তার পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে আজীবনের বন্ধনে পরিণত করলো। নায়িকাকে পেয়েই কার্যত বিয়েই সেরে নিলেন তার প্রবাসী প্রেমিক সুজিত বসু।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আটলান্টায় বসবাসকারী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কের বয়স মাত্র পাঁচ মাস। তবে সেই কয়েক মাসের গভীরতা তাদের সম্পর্ককে স্থায়ী বন্ধনে পরিণত করেছে। স্থানীয় এক পাঁচতারকা হোটেলে রাতারাতি বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেছেন, ‘ভাবনাটা ছিল শুধু ঘুরে বেড়ানো। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি। সবটা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’
বিয়ে শেষ হওয়ার পর তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষও আর চুপ থাকতে পারলেন না। সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।’ সঙ্গে যোগ করেছেন ফুলের এবং হৃদয়ের ইমোজি। বলে রাখা ভালো, তনুশ্রী আর রুদ্রনীলের সম্পর্ক ভেঙেছে কয়েক বছর পার হয়েছে।
এদিকে, প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ছবি ‘ডিপ ফ্রিজ’। এই ছবির সাফল্যের মধ্যে এসে তার ব্যক্তিগত জীবনের সুখবর যোগ হলো। অন্যদিকে, রুদ্রনীল ঘোষের ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.