নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ এবং জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান। প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দুইটি বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম।
এ ছাড়া প্রথম নয়জন শিক্ষার্থীর হাতে ঘড়ি, ব্যাগ, টেবিল ল্যাম্প ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।” তিনি আরও বলেন, রাণীনগর উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করতে হলে বর্তমান ও আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার বিকল্প নেই। এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অভ্যস্ত হতে এবং জ্ঞান, মনন ও দক্ষতায় আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বই পড়া ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সমাজের সচেতন সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.