Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আন্তঃজেলা মোটরবাইক চোর-চক্রের ৪ সদস্য গ্রেফতার

Bayzid Saad
সেপ্টেম্বর ৭, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মোটর-বাইক চুরির ঘটনায় আন্ত:জেলা মোটর-বাইক চোর-চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ। সোমবার রাতে মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে তিনটি মোটর-বাইকও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোটর-বাইক চোররা হল, মাগুরা জেলার মাগুরা থানার বুজরুক শ্রীকুন্ডি (ঘোপডাঙ্গা) গ্রামের সাখাওয়াৎ মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৫), শাহাদৎ হোসেন ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৫), এলেম মন্ডলের ছেলে মোঃ উমরুল হাসান আনিচ এবং ধলা মিয়া মোল্লার ছেলে মোস্তফা (৪২)।
গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান  নবধারা কে জানান, গত কয়েক মাসে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে বেশকিছু মোটরবাইক চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় সদর থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে। এসব মামলার সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর ধরা হয়েছে এবং তাদের দেয়া তথ্যমতে বিভিন্ন স্থানে রাখা তিনটি মোটর-বাইক উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।