আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
পুলিশের সার্ভিস খুবই চ্যালেঞ্জিং। সব সময় সতর্ক থাকতে হয়। সন্ত্রাস দমন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছানোর জন্য দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করতে হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম একথা বলেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার মো: মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, নির্বাহি সদস্য হাবিবুর রহমান হাবিব, আবু নাসের মোঃ আবু সাঈদ, মোস্তাফিুর রহমান উজ্জল, এম জিললুর রহমান, সদস্য শেখ মাসুদ হোসেন, শহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, এবিএম মোস্তাফিজুর রহমান, এস এম রেজাউল ইসলাম, ইয়ারব হোসেন, এম রফিক, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, হাফিজুর রহমান, মীর আবু বকর, এস কে কামরুল হাসান, শাকিলা ইসলাম জুই, আব্দুল আলিম, মোঃ নাসির উদ্দিন, শেখ কামরুল ইসলাম, শেখ আমিুর রশিদ সুজন, মীর মোস্তফা আলী, ফিরোজ হোসেন, মাহফুজুল ইসলাম আক্কাজ, আব্দুল্লাহ আল মামুন, জাকিরুল ইসলাম শরিফ,মুজাহিদুল ইসলাম, আনিছুর রহমান, মনিরুজ্জামান, জাহিদ হোসাইন, স,ম সাদমান রহমান, মামুন হোসেন, দেলওয়ার হোসেন, জাহিদুর রহমান পলাশ, শাহাজান আলী, জে এম দুদায়েভ মাসুদ খান প্রমুখ ।
বিদায়ী অনুষ্ঠানে পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম আরো বলেন, সাতক্ষীরা সম্প্রীতির জেলা। এখানকার মানুষ খুব ভালো এবং অত্যন্ত অতিথি পরায়ন। প্রায় দেড় বছরের চাকুরিকালীন সময়ে সাতক্ষীরার মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা আমায় মুগ্ধ করেছে। যেখানেই থাকি, সাতক্ষীরা জেলার মানুষের ভালোবাসা আমার মনে থাকবে। তিনি সকলকে মিলে মিশে জেলার উন্নয়নে কাজ করার আহবান জানান। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা পুলিশ সুপারের দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার পুলিশ সুপার মো: মনিরুল ইসলামকে সম্প্রতি চুয়াডাঙ্গায় বদলির আদেশ হয়েছে। তিনি আগামী সোমবার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েলের কাছে ক্ষমতা হসÍান্তর করবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.