মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানায় “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রেকসানা খাতুনের সভাপতিত্বে থানা চত্ত্বরে এ “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি কালিয়া সার্কেল প্রণব কুমার সরকার। নড়াগাতী থানা পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এই ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিবাহ, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, বাড়ীওয়ালা ও ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন।
পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়েও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।