জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে অস্বচ্ছল ও নিম্ম আয়ের একশত পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ এই কর্মসূচীর আয়োজন করে।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সমনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এসব সবজির প্যাকেট দরিদ্রদের হাতে তুলে দেন।
এসময় জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি হরেন্দ্রনাথ মন্ডল, প্রসূন মন্ডল, রনেন মন্ডল, উদীচী টুঙ্গিপাড়া শাখার আহবায়ক মেহেদী হাসান সহ উদীচীর শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।