রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার এর সভাপতিত্বে ও বাগেরহাট জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ আতাবুর রহমান টিপুর সঞ্চালনায় নারী নেতৃত্বের বিকাশে ইউনিয়ন পরিষদের পুরুষ সহকর্মীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সংবেদনশীল ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় অন্যান্যর মধো আরো বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান পূর্ণেন্দু বোস, রুপান্তর উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুর, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সচিব রতন কুমার পাল, ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা পবিত্র পাড়ে, আব্দুল্লাহ মোড়ল, অনিমেষ মন্ডল মঙ্গল, প্রদীপ কুমার মন্ডল, হুমায়ুন গাজী, বঙ্কিম বিশ্বাস, বুলবুল সুলতানা, স্বাগতা বাছাড় ও সুপ্রকাশ বিশ্বাস।