কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ব্রি-৪৮ জাতের আউশ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার হরিনাহাটি গ্রামের গোবিন্দ মন্দির চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ দিবসটির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃতিবাস পান্ডে, ইউপি সদস্য আব্দুল রহিম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি হালদার বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।