Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‎পঞ্চগড় শহরে চার লেনের সড়ক নির্মাণ কাজ শুরু

পঞ্চগড় জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

‎পঞ্চগড় শহরে যানজট নিরসন ও যাতায়াতে জনসাধারণের ভোগান্তি লাঘবে পঞ্চগড় শহরে চার লেনের সড়কের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায় সড়কের পাশ থেকে বিদ্যুতের খুঁটি অপসারণের মধ্য দিয়ে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান।

 

‎জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া সরকাারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে।

‎চার লেন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, নেসকো পঞ্চগড়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী মাসুদ পারভেজসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎পঞ্চগড় সওজ সূত্রে জানা যায়, ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক চার লেনে উন্নীত করা হবে। সড়কের মাঝখানে থাকবে ডিভাইডার। যা যান চলাচলকে আরও স্বচ্ছন্দ ও নিরাপদ করবে। সড়কটির কাজ ২০২৪ সালের ১ জানুয়ারি শুরু হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল। তবে দেরিতে কাজ শুরু হওয়ায় ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়েছে।

‎এর মধ্যে নেসকোকে বিদ্যুতের খুঁটি অপসারণে আর্থিক বরাদ্দও দেওয়া হয়েছে। চার লেন সড়কটি ৭৫০ মিটার হবে ১৫.৬০ মিটার প্রশস্তের আর ২ হাজার ২৫০ মিটার হবে ২০.৩০ মিটার প্রশস্তের। সড়কটির তিন কিলোমিটারে ২ হাজার ২৫০ মিটার হার্ড শোল্ডার, তিন কিলোমিটার মিডিয়ান ও ৩০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

‎জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শহরের এই তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত হলে শহরের চিত্র বদলে যাবে। সেই সাথে যানজটও কমে আসবে, মানুষের ভোগান্তি লাঘব হবে। আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে চার লেন সড়কটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।