Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার সুস্থতা কামনায় চরকুমারিয়ায় তরিকতপন্থিদের বিশেষ দোয়া মাহফিল

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের চরকুমারিয়া ইউনিয়নে তরিকতপন্থি ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত মিলন মেলা–২৫ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
বক্তব্যে তিনি বলেন, “মহান আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আবারও নেতৃত্ব দিতে পারেন।

আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন, তরিকতপন্থিদের এই আন্তরিক দোয়া আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমুদুর রহমান সম্রাট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের আহব্বায়ক শরীফ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ মাসুম বালা, চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জানশরীফ মোল্লা, ইউসুফ আলী মোল্লা, খোকন মাঝি, আফজাল বালা, জসিম মুন্সি ও সান্টু ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশব্যাপী শান্তি-স্থিতিশীলতা, মানুষের কল্যাণ এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।