শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের চরকুমারিয়া ইউনিয়নে তরিকতপন্থি ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত মিলন মেলা–২৫ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
বক্তব্যে তিনি বলেন, “মহান আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আবারও নেতৃত্ব দিতে পারেন।
আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন, তরিকতপন্থিদের এই আন্তরিক দোয়া আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমুদুর রহমান সম্রাট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের আহব্বায়ক শরীফ মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ মাসুম বালা, চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জানশরীফ মোল্লা, ইউসুফ আলী মোল্লা, খোকন মাঝি, আফজাল বালা, জসিম মুন্সি ও সান্টু ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশব্যাপী শান্তি-স্থিতিশীলতা, মানুষের কল্যাণ এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.